ঐতিহ্য ধরে রেখেছেন ছাতীয়ানী গ্রামবাসী


প্রকাশিত: ০৪:৫০ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৬

বাউল ও ভান্ডারী গান গেয়ে পুরনো ঐতিহ্য ধরে রেখেছেন শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের ছাতীয়ানী গ্রামের আজগর ফকিরের বাড়ি।

শনিবার রাত ১১টা থেকে গভীর রাত পর্যন্ত এ বাউল ও ভান্ডারী গানের আসর বসে। এতে জেলার গুণী শিল্পী আব্দুল খালেক বয়াতী, দেলোয়ার হোসেন ও শাহ জাহানসহ বিভিন্ন শিল্পী গান পরিবেশন করেন।

আজগর ফকিরের বাড়িতে ১০০ বছর ধরে এ গানের আসর বসে। প্রতি বৃহস্পতিবার ও বছরে একবার গানের আসর বসে এ বাড়িতে।

দাদা-দাদী ও মুরব্বিদের কাছে জানা যায়, আগে বিনোদনের জন্য জেলার প্রতিটি গ্রামে বাউল ও ভান্ডারী গান হতো। এখন আর দেখা যায় না। মানুষের মাঝে এখন আর গানের অনুভূতি নেই।

দেখা গেল রাত ১১টায় খালেক বয়তী `বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম, এই বিসমিল্লাহর হয়না ওজন দিলেরে তামান জাহান` বলে গান শুরু করেন। গান শেষে বকশিস দিয়ে শিল্পীকে বরণ করে নেন ভক্তরা।

ভক্তদের দাবি, আগের মতো প্রতিটি গ্রামে বাউল ও ভান্ডারী গান হোক।
 
ছগির হোসেন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।