কুড়িগ্রামে ট্রাকচাপায় ইউপি সদস্য নিহত


প্রকাশিত: ০৫:১০ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নে ট্রাকচাপায় সুজা মিয়া নামে এক ইউপি সদস্য মারা গেছেন। সোমবার সকাল ৬টার দিকে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কের জয়মনিরহাট বাজারে এ ঘটনা ঘটে।

এ সময় ঘাতক ট্রাকটিকে আটক করে জনতা। নিহত সুজা মিয়া জয়মনিরহাট ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য।

জয়মনিরহাট ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, ইউপি সদস্য সুজা মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ভূরুঙ্গামারী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল কবির জানান, ঘাতক ট্রাকটি আটক রয়েছে। তবে চালক পালিয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রক্রিয়া চলছে।

নাজমুল হোসেন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।