যুবলীগ নেতা হত্যা মামলায় ১০ জন কারাগারে


প্রকাশিত: ১১:০৩ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৬

পিরোজপুর জেলার মঠবাড়িয়ায় যুবলীগ নেতা ইলিয়াস হোসেন লিটন পন্ডিত হত্যা মামলার ১০ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আসামিরা সোমবার সকালে আদালতে আত্মসমর্পণ করলে মঠবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. বেল্লাল হোসেন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা হলেন, মঠবাড়িয়া উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু শরীফ, সাংগঠনিক সম্পাদক মো. কালাম মোল্লা, ধানী সাফা ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. ইকবাল মুন্সী, উপজেলা যুবলীগে সাবেক যুগ্ম আহ্বায়ক মো. কামরুল আকন, মঠবাড়িয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. নজরুল সোহেল, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মো. মিজান ফরাজী, উপজেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. নাজমুল হোসেন বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক মো. জয়নাল আবেদিন, যুবলীগের উপজেলা কমিটির সদস্য ফয়সাল ও ছাত্রলীগ সদস্য মো. বেল্লাল হোসেন।

উল্লেখ্য, গত ২৫ জুলাই দিনভর মঠবাড়িয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বন্দুকযুদ্ধে রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস গ্রুপের গুলিতে নিহত হন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ গ্রুপের যুবলীগ নেতা ইলিয়াস হোসেন লিটন পন্ডিত।

এ ঘটনায় মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌরসভার মেয়র রফিউদ্দিন আহম্মদ ফেরদৌসকে ১ নম্বর আসামি করে নিহতের ভাই স্বেচ্ছাসেবকলীগের উপজেলা কমিটির সহ-সভাপতি মো. জাকির হোসেন পন্ডিত বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় আওয়ামী লীগ নেতা হেমায়েত উদ্দিন, নাসির জমাদ্দার ও মিজানসহ তিন আসামি কারাগারে রয়েছেন।

হাসান মামুন/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।