নেত্রকোনায় মহিলা লীগের সম্মেলনে ভাঙচুর


প্রকাশিত: ০৩:৪০ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৬

নেত্রকোনা জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলনে কমিটি ঘোষণাকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে দু’পক্ষের মধ্যে হাতাহাতি, চেয়ার ছোড়াছুড়ি ও ভাঙচুরের র ঘটনা ঘটেছে। এ সময় ছবি তুলতে গিয়ে দৈনিক প্রথম আলো ও দৈনিক ইত্তেফাকে দুই সাংবাদিক আহত হয়েছেন।

জেলা পাবলিক হল মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এ সম্মেলনের শেষে দুপুরে কমিটি ঘোষণার পরপরই এ উত্তেজনা বেধে যায়।

ঘটনার ছবি তুলতে গেলে প্রধান অতিথি যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপিসহ জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সামনে প্রথম আলোর জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী ও ইত্তেফাকের জেলা প্রতিনিধি শ্যামলেন্দু পালের উপর হামলা করে দুবৃর্ত্তরা। সাংবাদিক পল্লব চক্রবর্তীকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া মাই টিভির সাংবাদিক আনিসুর রহমান, সংবাদ প্রতিদিনের সাংবাদিক সালাউদ্দিন খান রুবেল, আমাদের সময়ের প্রতিনিধি আজারুল ইসলাম বিপ্লব আহত হয়েছেন। পাশাপাশি উপমন্ত্রীর এপিএস সুপ্রিয় সরকার রাজু আহত হন। পরে মন্ত্রী মঞ্চ থেকে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

ঘটনার পরপরই জেলা প্রেসক্লাবে উপমন্ত্রী আরিফ খান জয় সাংবাদিকের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে পুলিশকে জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন।  

নেত্রকোনায় প্রথমবারের মতো জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলনে জেলা শহরের পাবলিক হল মিলনায়তনে শুক্রবার বেলা সাড়ে ১০টায় জাতীয় ও দলীয় পতাকা এবং পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিনু।

জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক কামরুন্নেছা আশরাফ দীনার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া বিষয়ক উপমন্ত্রী আরিফ খান জয়।

প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি আসমা জেরিন ঝুমু। এছাড়াও সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক প্রবীন রাজনীতিবিদ মতিয়র রহমান খান, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক কামরুন্নেছা মান্নান।

এছাড়া মঞ্চে ছিলেন পৌর মেয়র ও আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক নূর খান মিঠু এবং সাবেক পৌর মেয়র ও সাবেক সাংগঠনিক সম্পাদক প্রশান্ত কুমার রায় প্রমুখ।

কামাল হোসাইন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।