কেন্দুয়ায় নবজাতকসহ অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৯:০৩ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৬

নেত্রকোনার কেন্দুয়ায় নবজাতকসহ অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আটটার দিকে উপজেলার মোজাফরপুর ইউনিয়নের জালিয়ার বিল থেকে এই দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,কেন্দুয়ার জালিয়ার হাওরে লাশ ভাসছে দেখে স্থানীয়রা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরীকে জানায়। পরে চেয়ারম্যান পুলিশকে সংবাদ দিলে সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশ মুহুরিয়া, চৌকিধারা ও মোজাফরপুর গ্রাম তিনটির মাঝামাঝি জালিয়ার হাওর থেকে অর্ধগলিত অবস্থায় এই মরদেহ দুটি উদ্ধার করে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিরঞ্জন দেব জাগো নিউজকে জানান, লাশ উদ্ধারের সময় নারীর পেটের ভেতর থেকে মৃত নবজাতকের মরদেহ বের হয়ে আসে। মরদেহ পোকা-মাকড়ে খাচ্ছিল। অর্ধগলিত থাকায় শরীরে চামড়া উঠে গিয়েছে নারী দেহটির। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্যে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

কামাল হোসাইন/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।