টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ আটক ৮


প্রকাশিত: ০৫:২৬ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৫

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফনদীর মোহনায় অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ আটজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ভোর ৪টায় এ অভিযান চালানো হয়। এ সময় দুইটি ট্রলারও জব্দ করা হয়।

বুধবার ভোরে টেকনাফ বিজিবি-৪২ অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদের নেতৃত্বে শাহপরীরদ্বীপ বিওপির সুবেদার মো. সিরাজ মিয়ারসহ বিশেষ তিনটি টিম এ অভিযান পরিচালনা করেন।

এ সময় নাফনদী অতিক্রম করে শাহপরীরদ্বীপ বদরমোকামের নাফনদীর মোহনায় ধাওয়া করে ট্রলার দুইটি আটক করে বিজিবি। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ট্রলার দুইটিতে আট মাঝিমাল্লাহ রয়েছে। তারা সবাই কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। তবে তাদের নাম এখন জানা যায়নি।

মো. আবুজার আল জাহিদ সত্যতা নিশ্চিত করে বলেন, নাফনদী থেকে ৫০ হাজার ইয়াবাসহ আটজনকে আটক করে ব্যবহত দুইটি ট্রলার জব্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।