টেকনাফে যুবককে গুলি করে হত্যা
কক্সবাজারের টেকনাফে উপজেলায় ইয়াবা নিয়ে বিরোধের জের ধরে বোরহান উদ্দিন (১৭) নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত এক ইয়াবা ব্যবসায়ী বোরহানকে হত্যা করেছে বলে পুলিশের দাবি।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার আলীখালি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বোরহান উদ্দিন টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালি এলাকার জামাল উদ্দিনের পুত্র।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আতাউর রহমান জানান, ইয়াবা বিরোধের জের ধরে বোরহান উদ্দিনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। যদিও নিহতের পরিবারের দাবি জমি বিরোধের জের ধরে এ ঘটনা।
তিনি আরও জানান, গত বছর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে টেকনাফে বন্দুকযুদ্ধে নিহত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা নুর মোহাম্মদ এর ভাই মৃত মোহাম্মদ কাশেম আলী পুত্র শামসুল হুদা।
নিহতের পিতা জামাল উদ্দিনও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। জামাল উদ্দিন সম্পর্কে নুর মোহাম্মদের বেয়াই। নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হচ্ছে।
বিএ/পিআর