মোবাইল কেড়ে নেয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা
মা মোবাইল ফোন কেড়ে নেয়ায় নড়াইলে স্কুলছাত্র শাকিল আত্মহত্যা করেছে। সোমবার নড়াইল সদর উপজেলার মীরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শাকিল মৃত শেখ খাজা মিয়ার ছেলে।
নিহতের পরিবার জানায়, আসন্ন জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা সামনে হওয়ায় লেখাপড়ার ক্ষতির কথা চিন্তা করে গতরাতে শাকিলের মোবাইল কেড়ে নেন মা। এতে ক্ষুব্ধ হয়ে শাকিল নিজের শোয়রঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
সোমবার সকাল ৯টার দিকে মা খোঁজ নিতে গিয়ে দেখেন ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছে শাকিল। পরে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতাল নেয়া হয়। এরপর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
হাফিজুল নিলু/এআরএ/আরআইপি