পিরোজপুরে স্থগিত কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ ৩১ অক্টোবর


প্রকাশিত: ১২:৩০ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৬

ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যালট পেপার ও বাক্স ছিনতাই, অনিয়ম ও সহিংসতার কারণে পিরোজপুরের যে ৯টি  ইউনিয়নের ভোটকেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত রেখেছিলেন সেসকল কেন্দ্রের ভোট আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে বলে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

ইউনিয়ন পরিষদ গুলো হলো- ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের ৫ ও ৭ নম্বর ওয়ার্ড, কাউখালী উপজেলার আমড়াজুড়ি, সয়না-রঘুনাথপুর, চিড়াপাড়া ও পারসাতুরিয়া ইউনিয়ন। নাজিরপুর উপজেলার শাখারিকাঠী ইউনিয়ন।

মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের উত্তর পাতাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, দাউদখালী ইউনিয়নের হারজী নলবুনিয়া দাখিল মাদরাসা কেন্দ্র, টিকিকাটা ইউনিয়নের ছোট শিংগা গনেশ হালদার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ও বড় মাছুয়া ইউনিয়নের চরভোলমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র।

উল্লেখ্য, মঠবাড়িয়া উপজেলার ২ নম্বর ধানীসাফা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাফা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট গণনা শেষে আওয়ামী লীগ সমর্থীত চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশীদের সমর্থকরা ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবরুদ্ধ করে হামলা করায় আইনশৃঙ্খলা বহিনীর গুলিতে ৫ জন আওয়ামী লীগ কর্মী নিহত হন।

হাসান মামুন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।