টেকনাফে ৩ লাখ ইয়াবাসহ ১২ জন আটক


প্রকাশিত: ০৩:৪২ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৫

কক্সবাজারের টেকনাফের দমদমিয়া এলাকায় নাফ নদী সংলগ্ন কেয়ারী সিন্দাবাদ জাহাজের ঘাট থেকে ট্রলার ও আনুমানিক ৩ লাখ ইয়াবাসহ ১২ জনকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার বিকেল ৬টার দিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭) কক্সবাজার ক্যাম্পের সদস্যরা এ অভিযান চালায়।

র‌্যাব কক্সবাজার ক্যাম্পের অপারেশন কর্মকর্তা এএসপি শরাফত ইসলাম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন থেকে ট্রলারে করে ইয়াবার বিশাল চালান নিয়ে আসার খবর পেয়ে অভিযান চালানো হয়। তাদের সেন্টমার্টিন থেকে ধাওয়া করে দমদমিয়া এলাকার নাফ নদী সংলগ্ন কেয়ারী সিন্দাবাদ জাহাজ ঘাটে ট্রলার ও ইয়াবাসহ মাছ ধরার একটি ট্রলার জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৯ কোটি টাকা।

এ ব্যাপারে আটকদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হবে।

এদিকে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে নাফ নদী থেকে বিজিবি’র সদস্যরা ৫০ হাজার ইয়াবা ও একটি মাছ ধরার ট্রলারসহ ৮ জনকে আটক করে।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।