মুন্সিগঞ্জে অস্ত্র ও গুলিসহ আটক ১
মুন্সিগঞ্জের লৌহজংয়ে অভিযান চালিয়ে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ম্যাগজিন ও গুলিসহ শাহাবুদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-১১।
বুধবার ভোর সাড়ে ৪ টায় উপজেলার মাশুদগাঁঁও গ্রামে অভিযান চালিয়ে নিজ বসতঘর থেকে একটি বিদেশি পিস্তল, একটি লোকাল গান এলজি, দশ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
র্যাব-১১ এর সিনিয়র এএসপি মাসুদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহাবুদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ গুলি ও ম্যাগজিন পাওয়া যায়। আটক শাহাবুদ্দিন বর্তমানে র্যাব কার্যালয়ে রয়েছে। তাকে লৌহজং থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ভবতোষ চৌধুরী নুপুর/এসএস/পিআর