ওসির বিরুদ্ধে গণসমাবেশ-বিক্ষোভ


প্রকাশিত: ০৮:৪০ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৬

নড়াইলে পৌর এলাকায় চুরি, ছিনতাই ও আইন-শৃঙ্খলা ভঙ্গে উসকানির অভিযোগ এনে খুলনায় কর্মরত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আল মামুন উজির বিরুদ্ধে গণসমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে লোহাগড়া পৌরসভার ৫নং ওয়ার্ডবাসী।

বুধবার দুপুরে লোহাগড়ার কুন্দসী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরের গণসমাবেশে সভাপতিত্ব করেন প্রবীণ শিক্ষক হরি দাস ব্যানার্জি।

সমাবেশে বক্তারা বলেন, লোহাগড়া পৌরসভার ৫নং ওয়ার্ড কুন্দসীর বাসিন্দা বর্তমানে খুলনায় কর্মরত পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আল মামুন উজির দীর্ঘদিন ধরে পুলিশের প্রভাব খাটিয়ে এলাকার মানুষকে হয়রানি করছেন। পৌর এলাকায় চুরি, ছিনতাই, অপকর্মে লিপ্ত নেশাখোর যুবকদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন।

সদ্য সমাপ্ত পৌর নির্বাচনে আল মামুন উজির পুলিশ অফিসার হয়েও প্রার্থীর পক্ষে সরাসরি কাজ করেছেন। চাকরিস্থল কাছে হওয়ায় তিনি প্রতি মাসেই কখনো ছুটিতে কখনো ছুটি না নিয়ে গ্রামে এসে সাধারণ মানুষকে নানাভাবে উসকানি দিয়ে অশান্ত পরিবেশ সৃষ্টি করছেন।
 
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মল্লিকপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শিকদার মোস্তফা কামাল, পৌরসভার প্যানেল মেয়র শিকদার শাহাদত হোসেন, পৌর কাউন্সিলর মো. আনিসুর রহমান ও গিয়াস উদ্দিন ভূঁইয়া।

হাফিজুল নিলু/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।