শিক্ষক ইসমাইল হোসেনকে বাঁচাতে এগিয়ে আসুন
নড়াইলে এক স্কুলশিক্ষক দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। হতভাগ্য এ শিক্ষকের নাম মো. ইসমাইল হোসেন। তিনি নড়াইল সদর উপজেলার দত্তপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইসলাম ধর্ম)।
বাড়ি সদর উপজেলার জুড়ালিয়া গ্রামে। অনেক আগেই তার বাবা মো. জামসেদ মোল্যা মারা গেছেন। ইসমাইলের মা ছেলের করুণ পরিণতির কথা ভাবছেন আর সমাজের বিত্তবানদের মুখের দিকে তাকিয়ে আছেন। কখন যেন কে একটু সহায্যের হাত বাড়ায়।
তার স্ত্রী মিসেস হাজেরা খানম স্বামীর দিকে তাকিয়ে অঝরে কেঁদেই চলেছেন। আর দু’টি সন্তানের অনাগত ভবিষ্যতের কথা ভাবছেন।
ইসমাইল কান্নাজড়িত কণ্ঠে তার ব্যাংক হিসাব নম্বর দিয়ে বলেন, ভাই আপনারা পত্রিকায় দিয়ে দেখেন, আমার জন্য কিছু করতে পারেন কিনা। তার সহকর্মীরা তাকে সাহায্য করেছেন। তবে তার চিকিৎসার জন্য প্রায় ১০ লাখ টাকা প্রয়োজন।
তাকে সাহায্য পাঠানোর ঠিকানা : রূপালী ব্যাংক লি., নড়াইল শাখা, নড়াইল, হিসাব নং-টিএন-১১৬৬ এবং ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, নড়াইল, হিসাব নং ০১৭২৬৭২১১২২-৬।
হাফিজুল নিলু/এসএস/আরআইপি