কলেজছাত্র হত্যা মামলায় ৩ জনের ফাঁসি


প্রকাশিত: ০৮:৩২ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৬

পিরোজপুরের মঠবাড়িয়ায় কলেজছাত্র রুবেল আকন (১৭) হত্যা মামলায় ৩ জনের ফাঁসি এবং চারজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

এছাড়া, ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্তদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের প্রত্যেককে অতিরিক্ত ৬ মাসের দণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম জিল্লুর রহমান এ আদেশ দেন। এসময় আদালতে ৬ আসামি উপস্থিত ছিলেন।

ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত আসামিরা হলেন, উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের ডালিম জমাদ্দারের ছেলে মিরাজ (২৭) (পলাতক), হারুনের ছেলে জলিল (২০) ও মান্নান পল্লানের ছেলে কামাল (২৬)।

এছাড়া যাবজ্জীবন দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন, মৃত মোতাহার খানের ছেলে আব্দুল মান্নান খান (৫০), মৃত হোসেন খানের ছেলে ফারুক খান(৫৫), ফারুক খানের ছেলে জাহিদুল ইসলাম(২৫) এবং বাগেরহাট জেলার শরণখোলার মোশারেফের ছেলে রিয়াজ (৩০) এবং জাহিদ।

২০০৮ সালের ২২ জুন রাতে উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের মো. হাবিবুর রহমান আকনের ছেলে রুবেল আকনকে জবাই করে হত্যা করে সাজাপ্রাপ্ত আসামিরা।

পরে ছেলেকে হত্যার অভিযোগে রুবেলের বাবা ওই দিনই উক্ত সাতজনকে আসামি করে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহত রুবেলের বাবা মো. হাবিবুর রহমান বলেন, এ রায়ে তিনি খুশি তবে হত্যার মূল হোতা মান্নান খান ও ফারুক খানসহ সবার ফাঁসির আদেশ হলে ভালো হতো।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. খান মো. আলাউদ্দিন।

অপরদিকে আসামি পক্ষের আইনজীবী অ্যাড. আহসানুল কবির বাদল বলেন, মামলার রায়ে আমরা খুশী নই। আমরা উচ্চ আদালতে আপিলের জন্য যাব।

হাসান মামুন/এফএ/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।