লৌহজং চ্যানেলে এক ঘণ্টা পর ফেরি উদ্ধার : চলাচল স্বাভাবিক


প্রকাশিত: ১১:৪৬ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৬
ফাইল ছবি

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে নাব্যতা সঙ্কটের কারণে লৌহজং চ্যানেলে আটকা পড়া ফেরি এক ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বর্তমানে এই রুটে নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে।

শিমুলিয়া ঘাট সূত্রে জানা যায়, বেলা দেড়টার দিকে যমুনা নামের একটি টানা ফেরি কাওড়াকান্দি ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসলে চ্যানেল সরু থাকায় লৌহজং টার্নিং পয়েন্টে আটকে যায়। পরে আইটি জাহাজ দিয়ে পৌনে ৩টায় তা অপসারণ করা হয়।

মাওয়া নৌ-ফাঁড়ি ইনচার্জ মোশাররফ হোসেন জানান, ঘটনার পরপরই আইটি জাহাজ উদ্ধারের জন্য ঘটনাস্থলে যায়। এরপর পৌনে ৩টার দিকে তা সরিয়ে নিলে এ রুটে নৌযান চলাচল পুনরায় স্বাভাবিক হয়। নাব্যতা সঙ্কট ও চ্যানেল সরু থাকায় লৌহজং চ্যানেলের টার্নিং পয়েন্টে প্রােই এ সমস্যা হয়। তবে তা সাময়িক।

এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।