পরিবারের সবাইকে অজ্ঞান করে মালামাল লুট
নড়াইল সদর উপজেলার কোমখালী গ্রামে একই পরিবারের পাঁচ সদস্যকে চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
অসুস্থরা হলেন বাড়ির মালিক সেলিম মোল্লা, তার স্ত্রী পারমিতা বেগম, ছেলে লিমন, মেয়ে রিয়া ও লিমা। তাদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, কোমখালী গ্রামের পূর্বপাড়ার ইরাক প্রবাসী সেলিম মোল্লাসহ পরিবারের সদস্যরা বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে ওই পরিবারের কারও সাড়া না পেয়ে প্রতিবেশীরা বাড়িতে গিয়ে তাদের অচেতন অবস্থায় দেখতে পান। তবে কী পরিমাণ মালামাল লুট করা হয়েছে তা এখনও বলতে পারেনি।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে।
হাফিজুল নিলু/এফএ/এমএস