নেত্রকোনায় দম্পতিসহ ৬ মাদক ব্যবসায়ী আটক


প্রকাশিত: ১০:২৬ এএম, ০১ অক্টোবর ২০১৬

নেত্রকোনা শহরের পুকুরিয়া ও পূর্বচকপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে নারীসহ ছয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর পর্যন্ত পৌর এলাকার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়।

আটকরা হল- শহরের পুকুরিয়া এলাকার ইয়াবা ব্যবসায়ী হোসেন আলী, শরিফ, জাহাঙ্গীর, রুবেল ও হেরোইন ব্যবসায়ী দম্পতি আসাদুজ্জামান ও তার স্ত্রী সাজেদা।

পুলিশ জানায়, অভিযানে নেত্রকোনা পৌর শহরের পুকুরিয়া ও পূর্ব চকপাড়া এলাকা থেকে ৫০০ পিস ইয়াবা ও আড়াই লক্ষাধিক টাকা মূল্যের ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

নেত্রকোনা সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মাদ ছানোয়ার হোসেন জাগো নিউজকে জানান, আটকদের বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর সংশোধন ২০০৪ এর আইন অনুযায়ী পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

কামাল হোসাইন/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।