মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড


প্রকাশিত: ০৯:০৬ এএম, ০২ অক্টোবর ২০১৬
ফাইল ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাদক সেবনের দায়ে তাজিরুল ইসলাম (২৮) ও সাইফুল ইসলাম (২২) নামে দুইজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস এ দণ্ডাদেশ দেন। রোববার সকালে তাদের জেলা হাজতে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত তাজিরুল তেঁতুলিয়া সদর ইউনিয়নের সিদ্দিকনগর গ্রামের আবুল কাশেমের ছেলে এবং সাইফুল ইসলাম একই ইউনিয়নের মমিনপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।

পুলিশ জানায়, শনিবার রাতে তারা তেঁতুলিয়া পুরাতন বাজারে পরিত্যক্ত হাট শেডের নিচে গাঁজা সেবন করছিল। গোপন খবরে তেঁতুলিয়া থানা পুলিশের একটি দল তাদের হাতেনাতে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আদালতের বিচারক তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কারাদণ্ড দেন।

সফিকুল আলম/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।