তেঁতুলিয়ায় নদীতে ডুবে দুই শিশু নিহত


প্রকাশিত: ০৯:১৫ এএম, ০৩ অক্টোবর ২০১৬
প্রতীকী ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদীতে ডুবে দুই শিশু নিহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, ওই এলাকার আবুল কালামের ছেলে সোহেল (৯) এবং আলী আকবরের ছেলে রতন (৮)। তারা আজিজ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম ও ৪র্থ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে সোহেল ও রতন প্রতিবেশী শিশুদের সঙ্গে বাড়ির পাশের গবরা নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে তারা গভীর পানিতে তলিয়ে যায়। এসময় স্থানীয়রা উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন।

সফিকুল আলম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।