নেত্রকোনায় হিযবুত তাহরীরের চার সদস্য গ্রেফতার


প্রকাশিত: ০৫:৫৬ এএম, ০৪ অক্টোবর ২০১৬

নেত্রকোনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের চার সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার ভোরে জেলার আনন্দবাজার এলাকার আব্দুল মোতালেবের ভাড়া বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, শরিয়তপুর জেলার সখীপুরের আইনাল হকের ছেলে সুজন হাওলাদার (২৫), শেরপুর জেলার বাগরাখসা এলাকার হাসেম আলীর ছেলে মনিরুজ্জামান, তার স্ত্রী সুমাইয়া আক্তার (২২) এবং একই এলাকার এএসএন আব্দুল হাইয়ের স্ত্রী পারুল আক্তার (২২)।

নেত্রকোনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস জানান, গ্রেফতাররা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সদস্য। তাদের বিরুদ্ধে নিজ নিজ জেলায় জঙ্গি তৎপরতার দায়ে একাধিক মামলা রয়েছে। তারা গত একমাস আগে আনন্দবাজারের ওই বাড়ি ভাড়া নেন।

কামাল হোসাইন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।