পঞ্চগড়ের সাবেক এমপি মোজাহার আর নেই


প্রকাশিত: ০৬:১৪ এএম, ০৪ অক্টোবর ২০১৬

পঞ্চগড়-২ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মো. মোজাহার হোসেন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। সোমবার রাত ১০টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মোজাহার হোসেন পরপর তিন বার সংসদ সদস্য নির্বাচিত হন। তার পৈতৃক বাড়ি বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের প্রধানপাড়া গ্রামে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
 
পারিবারিক সূত্র জানায়, এক সময়ের তুখোড় বাম নেতা মোজাহার হোসেন পেশায় স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের জনপ্রিয় বিএসসি শিক্ষক ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে ১৯৯১ সালে আওয়ামী জোটের শরিক দল হিসেবে সিপিবির হয়ে প্রথম বারের মত তিনি পঞ্চগড়-২ আসনে (বোদা ও দেবীগঞ্জ) সংসদ সদস্য নির্বাচিত হন।

স্থানীয় উন্নয়নের স্বার্থে পরবর্তীতে তিনি বিএনপিতে যোগ দেন। এরপর ১৯৯৬ এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ১৫ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনসহ তিনি ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য।

বেশ কিছুদিন আগে তিনি মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হন। দেশ এবং দেশের বাইরে উন্নত চিকিৎসা শেষে সর্বশেষ তিনি ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি হন।

জেলা বিএনপির একটি সূত্র জানায়, বিএনপিতে যোগদানের পর থেকে তিনি জেলা বিএনপির হাল ধরেন। তার সুযোগ্য নেতৃত্বে পঞ্চগড় বিএনপি সুসংগঠিত হয় এবং তিনিই ছিলেন জেলা বিএনপির সর্বশেষ সভাপতি।

সংসার জীবনেও তিনি ছিলেন একজন আদর্শ অভিভাবক। তার একমাত্র ছেলে মাহমুদ হাসান সুমন অস্ট্রেলিয়া প্রবাসী, দুই মেয়ের মধ্যে বড় মেয়ে মুন্না আমেরিকা প্রবাসী ও ছোট মেয়ে গৌরি কানাডা প্রবাসী। মোজাহার হোসেনের স্ত্রী নাদিরা হোসেন গৃহিনী।

আমেরিকা প্রবাসী মেয়ে দেশে আসার পর সন্ধ্যায় তার মরদেহ নিয়ে ঢাকা থেকে পঞ্চগড়ে রওয়ানা হওয়ার কথা রয়েছে।

বুধবার সকাল ১০ টায় জেলা বিএনপি কার্যালয় এবং দুপুর ২টায় তার নিজ এলাকা সাকোয়ায় নামাজে জানাযা শেষে তাকে দাফন করা হবে।

এদিকে, তার মৃত্যুর খবরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধানসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।

সফিকুল আলম/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।