শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটের ফেরি চলাচল সাময়িক বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বুধবার সন্ধ্যায় পদ্মার লৌহজং চ্যানেলে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমীন নাব্যতা সংকটের কারণে আটকে গেলে এ রুটের ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
মাওয়া বিআইডব্লিউটিসির ম্যানেজার (বাণিজ্য) আব্দুল আলিম জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রো রো ফেরি চ্যানেলে আটকে গেলে ফেরি চলাচলে সমস্যা সৃষ্টি হয়।
এদিকে শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া ছোট-বড় ৫টি ফেরি কাওড়াকান্দি না যেতে পেরে চ্যানেলে আটকা পড়ায় ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে।
মাওয়া নৌ-ফাঁড়ি ইনচার্জ এসআই মোশারফ হোসেন জানান, ফেরিটি উদ্ধারের জন্য একটি বোট পাঠানো হয়েছে। তবে জোয়ার না এলে ফেরিটি উদ্ধার করা সম্ভব হবে না বলে ধারণা করা হচ্ছে।
ভবতোষ চৌধুরী নুপুর/এআরএ/আরআইপি