সরকারি চালের কার্ড পেয়েছে স্কুল-কলেজের শিক্ষক


প্রকাশিত: ০৪:৫৫ এএম, ০৭ অক্টোবর ২০১৬
ফাইল ছবি

ঝিনাইদহে ১০ টাকা কেজি চালের কার্ডের বরাদ্দে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। এলাকার চেয়ারম্যান নিজের ক্ষমতার জোরে পছন্দনীয় ব্যক্তিদের নামে কার্ডের বরাদ্দ দিয়েছেন। কুমড়াবাড়িয়া ইউনিয়নের ৮ জন নির্বাচিত ইউপি সদস্য এক লিখিত অভিযোগে এসব তথ্য জানান।

কুমড়াবাড়িয়া ইউনিয়নের মেম্বার আনোয়ার হোসেন, আকতার আলী, মনিরুজ্জামান টোকন, কলিমুদ্দীন, ছালিমা খাতুন, নজরুল ইসলাম, মকলেচুর রহমান ও আমজাদ হোসেন স্বাক্ষরিত ঝিনাইদহ জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ লিখিত অভিযোগ করেন।

অভিযোগপত্রে জানা যায়, চেয়ারম্যান আশরাফুল ইসলাম নিজের খেয়ালখুশি মতো কাজ করছেন। কুমড়াবাড়িয়া গ্রামের শরিফুল ইসলাম ও তার মেয়ে রুখসানাকে ১০ টাকা কেজির কার্ড দিয়েছেন চেয়ারম্যান। অথচ তারা আর্থিক ভাবে স্বচ্ছল।

এছাড়া নগরবাথান এমএ খালেক কলেজের প্রভাষক জামির হোসেন ও ডেফলবাড়িয়া স্কুলের শিক্ষক জাহিদকে ১০ টাকা কেজির কার্ড দেয়া হয়েছে। কুমড়াবাড়িয়া গ্রামের ধনাঢ্য ব্যক্তি জামাল মিস্ত্রিকেও কার্ড দেয়া হয়েছে। চেয়ারম্যানের সর্বক্ষণ সঙ্গে থাকা কাসেম ও আনোয়ারের পরিবারে একাধিক ১০ টাকা কেজির কার্ড দেয়া হয়েছে।

এ বিষয়ে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, মেম্বাররা অভিযোগ দিলে আমি তাদের মধ্যে সমন্বয় করে দিয়েছি। আশা করছি ভুল বোঝাবুঝির অবসান ঘটবে।

আহমেদ নাসিম অনসারী/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।