শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল ব্যাহত


প্রকাশিত: ০৯:৩৩ এএম, ০৮ অক্টোবর ২০১৬

নাব্যতা সংকটের কারণে মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে পারাপারের অপেক্ষায় রয়েছে ৫ শতাধিক যানবাহন। শনিবার সকাল থেকে এর ব্যাপকতা বেড়েছে।

নাব্যতা ও নৌপথের লৌহজং টার্নিং পয়েন্টে ড্রেজিং কাজের ফলে গত কয়েকদিন ধরে রাতে ফেরি চলাচল প্রায় বন্ধ থাকে। এতে শিমুলিয়াঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ লাইন পড়ে।

এদিকে, দিনের বেলায় স্বল্প সংখ্যক যানবাহন নিয়ে ফেরি চলাচল করলেও অনেক সময় জোয়ারের জন্য ফেরি চলাচলে অপেক্ষায় থাকতে হয়। চ্যানেলে ফেরি চলাচল করতে ৭ ফুট পানির গভীরতা দরকার। কিন্তু চ্যানেলে ৬ থেকে সাড়ে ৬ ফুট পানির গভীরতা রয়েছে। এতে ফেরি চলতে হয় ধীরগতিতে। ফেরি স্বাভাবিক গতিতে না চলাতে ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন পারাপারের অপেক্ষায় থাকছে।

munshiganj

বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) মো. গিয়াসউদ্দিন পাটোয়ারি জানান, ফেরি স্বাভাবিক গতিতে চলাচল করতে না পারায় ঘাট এলাকায় যানবাহনের জট লেগেই থাকছে। রাতে শুধু রো রো ফেরি চলাচল করতে পারে। অনেক সময় জোয়ারের জন্য ফেরিগুলোকে অপেক্ষা করতে হয়।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোশারফ হোসেন জানান, ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেশি। যাত্রীবাহী পরিবহন অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হয়। শিমুলিয়াঘাট এলাকায় ৪০০-৫০০ যানবাহন পারাপারের অপেক্ষায়।

munshiganj

এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।