জিয়ানগরে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেফতার ১
পিরোজপুরের জিয়ানগর উপজেলার দরিচর গাজীপুর গ্রামে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। উপজেলার ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুল হক তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সোমবার (১০অক্টোবর) সন্ধ্যার পর থানায় একটি মামলা হয়েছে।
জানা গেছে, দরিচর গাজীপুর গ্রামের মো. নূরজামাল প্রতিরাতের ন্যায় রোববার রাতেও নিজের সুপারি বাগান পাহারা দিতে গেলে তার স্ত্রী ঘরে একা ঘুমিয়ে যান। ৬/৭ জন দুর্বৃত্ত এ সুযোগে কৌশলে ঘরের দরজা খুলে প্রবেশ করে তাকে ধর্ষণ করে।
পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। মাদকদ্রব্য বেচা-কেনাকে কেন্দ্র করে এলাকার একটি মাদক ব্যবসায়ী চক্রের সঙ্গে নূরজামালের দীর্ঘদিনের বিরোধ ছিল বলে ওসি জানান।
এ ঘটনায় ওই গৃহবধূর শ্বশুর মিজানুর রহমান বাদি হয়ে সাত জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পুলিশ দেলোয়ার খা নামে এক আসামিকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে জেলার ভান্ডারিয়া, কাউখালী, ইন্দুরকানীসহ বিভিন্ন থানায় পুলিশের ওপর হামলা, চুরি ও অস্ত্র আইনে মামলা রয়েছে বলে ওসি জানিয়েছেন।
এছাড়া ওই গৃহবধূকে ধর্ষণ শেষে দুর্বৃত্তরা ঘর থেকে কিছু নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন নিয়ে গেছে বলে মামলায় উল্লেখ করা হয়। ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসান মামুন/বিএ