মুন্সিগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার যশলং ইউনিয়নে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে মো. ফয়সাল (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুইজন।
সোমবার রাত সোয়া ৯টার দিকে ইউনিয়নের বাঘিয়াবাজার এলাকার পুড়াই ডিসি উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন আকাশ চোকদার (২২) ও শাহীন (২২)। তাদেরকে আশঙ্কাজনক অবস্থা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মো. ইসমাইল খান বাবু (মেম্বার) জানান, যশলং ইউনিয়ন ও সদরের মোলাকান্দি ইউনিয়নের কিছু যুবক মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় উভয় পক্ষ ছুরি দিয়ে হামলা চালালে ওই কলেজছাত্র নিহত হয়। এ ঘটনায় স্থানীয়রা এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে।
নিহতের ভাগিনা মো. জুয়েল জানান, তার মামা ফয়সাল সোমবার রাতে বন্ধুদের নিয়ে এলাকায় দুর্গাপূজা দেখতে যান। এ সময় পূর্ব বিরোধের জেরে আকাশ নামে একজনের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে ফয়সালকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই ফয়সালের মৃত্যু হয়।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাবীব ইবনে আব্দুলহা জানান, রাত ৯টার দিকে ফয়সালের মরদেহ হাসপাতালে আনা হয়। আহত আকাশ ও শাহীনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে এ ব্যাপারে টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি।
ভবতোষ চৌধুরী নুপুর/বিএ