মামলা করে গ্রামছাড়া পরিবার


প্রকাশিত: ০৬:৫০ এএম, ১১ অক্টোবর ২০১৬

ঝিনাইদহে মিঠু হত্যার মামলা করে পুরো পরিবার আজ গ্রাম ছাড়া হয়েছে। অন্যদিকে মামলার বেশির ভাগ আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মিঠুর পরিবারকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছের মামলার বাদী নিহতের ভাই আক্কাস আলী।

তিনি আরো জানান, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুবর্ণসরা গ্রামের মনিরুজ্জামান মিঠু হত্যা মামলার চাজশিটভুক্ত আসামিরা এখন প্রকাশ্যে চলাফেরা করছে। এ মামলার তিন আসামি ইমরান হোসেন, আইয়ূব গাজী ও আকবর বিশ্বাস জেলহাজতে রয়েছে।

বাকী ১৫ আসামি আত্তাপ, সরোজিৎ, নিরঞ্জন ঘোষ, ঝন্টু, একিন গাজী, রবিউল, জামাল, নির্মল, ইমদাদুল, জালাল, টুরে মিন্টু, শামছুল ও অসীম ঘোষও এলাকায় প্রকাশ্যে চলাফেরা করছে। আসামিরা গ্রেফতার না হওয়ায় বাদী আক্কাস আলীসহ তার পরিবারের ৮ সদস্য দীর্ঘদিন ধরে গ্রামছাড়া।

বাদী আক্কাস আলী লিখিত অভিযোগে উল্লেখ করেন, ২০১৫ সালের ১৯ ডিসেম্বর লুচিয়া গ্রামের মাঠে দিনে দুপুরে মনিরুজ্জামান মিঠুকে (৩৫) আসামিরা কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এ সময় মিঠু পুকুরে মাছের খাবার দিচ্ছিলেন।

নিহত মিঠু কালীগঞ্জ উপজেলার সুবর্ণসরা গ্রামের আতিয়ার রহমানের ছেলে। এ ঘটনায় নিহতের ভাই আক্কাস আলী বাদী হয়ে ১৮ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি মামলা করেন।

কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এসএম আশরাফুল আলম তদন্ত শেষে ২০১৬ সালের ৬ জুলাই আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। আদালত থেকে আসামিদের নামে ওয়ারেন্ট ইস্যু করা হলেও ৩ জন ছাড়া বাকি আসামিদের পুলিশ গ্রফতার করতে ব্যর্থ হয়।

এ বিষয়ে সুবর্ণসরা পুলিশ ক্যাম্পের বর্তমান তদন্ত কর্মকর্তা মহসিন আলী জানান, আমি নতুন এসেছি। তাছাড়া আসামিদের অনেকেই হিন্দু সম্প্রদায়ের লোক। পূজার মধ্যে তাদের আটক করলে বিতর্ক সৃষ্টি হবে।

আহমেদ নাসিম আনসারী/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।