মুন্সীগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২


প্রকাশিত: ০৩:০৫ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৫

মুন্সীগঞ্জ সদর উপজেলায় পারিবারিক বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্যালক ও ভগ্নিপতি নিহত হয়েছেন। রোববার রাত ৮টার দিকে আধারা ইউনিয়নের কালিরচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ফয়েজ মিজি (৩০) ও মোহন বেপারী (৪৫)। মুন্সীগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ইমদাদ হোসাইন এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

তিনি জানান, দীর্ঘদিন ধরে মিস্টার মিজি গংয়ের সঙ্গে ফয়েজ মিজির পারিবারিক বিরোধ চলে আসছে। দুই পরিবারের বিরোধের জের ধরে মিস্টার মিজি গং ফয়েজ মিজিকে গুলি করেছে বলে ধারণা করা হচ্ছে।

এ সময় তার ভগ্নিপতি মোহন এগিয়ে গেলে তাকেও এলোপাথাড়ি গুলি করা হয়। পরে তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।