মুন্সিগঞ্জে যুবককে কুপিয়ে জখম


প্রকাশিত: ০৩:২৩ পিএম, ১১ অক্টোবর ২০১৬

মুন্সিগঞ্জে পূর্ব শক্রতার জের ধরে সামছুজ্জামান প্রধান (৩৯) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে পৌরসভার পূর্ব রমজান বেগ এলাকা থেকে সন্ত্রাসী হামলায় ব্যবহ্নত তিনটি রামদা উদ্ধার করেছে পুলিশ।

এর আগে সোমবার বেলা ১১টার দিকে পূর্ব রমজান বেগ এলাকায় সামছুজ্জামান প্রধানের বাড়িতে হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করা হয়।

সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শাখাওয়াত হোসেন জানান, সন্ত্রাসী হামলার কাজে ব্যবহ্নত ফেলে যাওয়া তিনটি রামদা ও কয়েকটি লাঠি উদ্ধার করা হয়েছে।

আহত সামছুজ্জামান প্রধানের স্ত্রী মিনারা বেগম বাদী হয়ে মঙ্গলবার পূর্ব শিলমন্দি গ্রামের আজিজুল হক, মাহাবুব, নাদিমসহ ছয় জনকে আসামি করে একটি হত্যার প্রচেষ্টা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।