ঝিনাইগাতীতে ময়নাতদন্ত শেষে বন্যহাতিকে মাটিচাপা


প্রকাশিত: ১১:১৭ এএম, ১৭ অক্টোবর ২০১৬

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের তাওয়াকুচা নয়াপাড়া গ্রামে উদ্ধার হওয়া বন্যহাতির মরদেহটি সোমবার বিকেলে ময়নাতদন্ত শেষে ঘটনাস্থলের পাশেই মাটিচাপা দেয়া হয়েছে। এদিন ভোরে ওই এলাকার সীমান্ত সড়কের দক্ষিণ পাশের ধান ক্ষেতের পাশ থেকে বন্যহাতির মরদেহটি উদ্ধার করা হয়।
 
বনবিভাগ ও বন্যপ্রাণী কর্মকর্তাদের উপস্থিতিতে ঝিনাইগাতী উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা দীপক কুমার সরকার মৃত হাতিটির ময়নাতদন্ত সম্পন্ন করেন।

তিনি জানান, মৃত হাতিটির শুড়ের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। হাতিটি শুড়সহ লম্বায় ১৮ ফুট। বয়স ৪০ বৎসরের উর্ধ্বে হবে। মৃত হাতিটিকে বসা অবস্থায় পাওয়া যায়। এটি নারী হাতি। নারী হাতিরা সাধারণত দলনেতা হয়ে থাকে।
 
তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদনে হাতিটির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ময়নাতদন্ত শেষে ঘটনাস্থলের পাশেই গর্ত খুঁড়ে হাতির মরদেহটি মাটিচাপা দেওয়া হয়েছে। ময়নাতদন্তকালে হাতিটির পাকস্থলীসহ কিছু অংশ ভিসেরা পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে। ভিসেরা রিপোর্ট পাওয়ার পর ময়নাতদন্ত প্রতিবেদন দেওয়া হবে।

তবে স্থানীয় একটি সূত্রে জানা যায়, গত বেশ কিছুদিন যাবত কাংশা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যহাতির তাণ্ডব বৃদ্ধি এবং দেড়মাসে নয়জন মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে বিক্ষুদ্ধ এলাকাবাসীর পাতা বিদ্যুতের ফাঁদে এ হাতিটি মারা যেতে পারে। এর আগে গত ১ অক্টোবর রাতে পানবর এলাকার একটি ধানক্ষেতে আরেকটি বুনোহতির মৃতদেহ উদ্ধার হয়।  

স্থানীয় বাসিন্দা জহুরুল হক জানান, রাতে হাতির দলের চীৎকার শুনে আশপাশের কয়েকশ মানুষ তাওয়াকুচা টিলাপাড়া খেলার মাঠে জমায়েত হয়। এসময় ওই এলাকার লোকজন মশাল জ্বালিয়ে, পটকা ফাঁটিয়ে, জেনারেটরের আলো জ্বালিয়ে ও টিন বাঁজিয়ে শব্দ করাসহ হৈ-হুল্লুর শুরু করলে তা না মেনে হাতির দল উল্টো তাদের দিকে ধাওয়া দেয়।

এসময় হাতির দল সামনের লোকালয়ে এসে তাওয়াকুচা নয়াপাড়া গ্রামে তাণ্ডব চালিয়ে মমেনা খাতুন, ময়নাল মিয়া, ময়ছান আলী, আজির উদ্দিন, মেহের আলী, আমজাদ হোসেন, আব্দুল কাদির, হোসেন আলীর বাড়ী এবং গুরুচরন দুধনই গ্রামের আছিয়া খাতুনের দোকানঘর ভাঙচুর করে। ভোরে একটি হাতিকে মৃত অবস্থায় পাওয়া যায়।

উল্লেখ্য, গত ৬ মাসে ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী হালচাটি, তাওয়াকুচা, গান্ধীগাঁও ও পানবর এলাকায় ৫টি বুনোহাতি মৃত্যুর ঘটনা ঘটলো।

হাকিম বাবুল/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।