শেরপুরে সাতজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা


প্রকাশিত: ১২:০৪ পিএম, ১৭ অক্টোবর ২০১৬

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তের গজনী এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ তিন গারো যুবককে আটক করেছে র‌্যাব। সোমবার দুপুরে ওই তিন যুবকসহ ৭ জনের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে জব্দ করা অস্ত্র ও গুলিসহ তাদের পুলিশে সোপর্দ করা হয়।

র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর) এর ডিএডি হাবিবুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

রোববার বড় গজনী এলাকা থেকে র‌্যাবের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ওই গ্রামের মধু মারাকের ছেলে পিতর শাংমা (২৫), মতেন্দ্র শাংমার ছেলে বিপ্লব শাংমা ওরফে বেল্লব (২৮) ও গাবরিয়াল সাংমার ছেলে বেপিশ মারাক (২৬)। মামলায় অপর ৪ আসামি হলেন, একই এলাকার টিপসন মারাক (৫০), কর্ণলিও মারাকের ছেলে কৃষ্ণ মারাক (২৮), নিউটন সাংমার ছেলে মিথুন মারাক (২০) ও লিও মারাকের ছেলে সার্সিং সাংমা (২১)।
 
ঝিনাইগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান র‌্যাবের দায়ের করা অভিযোগ ও মামলা রেকর্ডের সত্যতা নিশ্চিত করে জানান, রোববার গ্রেফতার হওয়া তিন গারো যুবকসহ ৭ জনকে আসামি করা হয়েছে। আজ তাদের ৫ দিনের রিমান্ড আবেদনসহ বিচারিক আদালতে সোপর্দ করা হবে। এছাড়া পলাতকদের গ্রেফতারে পুলিশের অভিযান চলবে।

উল্লেখ্য, রোববার ভোর থেকে সোমবার বিকেল তিনটা পর্যন্ত র‌্যাব-১৪ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. শরিফুল ইসলামের নেতৃত্বে সিপিসি-১, সিপিসি-২, সিপিসি-৩, স্পেশাল কোম্পানি ও হেডকোয়াটার্স কোম্পানির যৌথ আভিযানিক দল ঝিনাইগাতী সীমান্তের পাহাড়ি জনপদ বড় গজনী এলাকার মধু সাংমার বাড়িতে অভিযান চালায়।

সেসময় তারা মধু সাংমার ছেলে পিতর, প্রতিবেশী বেল্লব ওরফে বিপ্লব ও বিথিশকে আটক করে। তাদের হেফাজতে থাকা ২টি বিদেশি ৯ এমএম পিস্তল এবং ১৫ রাউন্ড গুলি, ৪টি ম্যাগজিন, একটি বড় চাকু, ৪টি কমব্যাট প্রিন্টের বান্ডুলিয়ারসহ ৮টি মোবাইল উদ্ধার করে।

অভিযানকালে আরও ৪ জন র‌্যাবের অবস্থান টের পেয়ে পালিয়ে যায় বলে র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

হাকিম বাবুল/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।