নেত্রকোনায় দুইজনের মরদেহ উদ্ধার
নেত্রকোনা শহরের রাজুর বাজার এলাকায় দেয়াইল বিল থেকে জাকির হোসেন (২০) নামে এক ট্রাক্টর চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরের দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জাকির হোসেন সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের হরগাতি গ্রামের মঞ্জু মিয়ার ছেলে।
নেত্রকোনা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সুরতহাল রিপোর্ট দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড।
অন্যদিকে, কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের রামনগর (পূর্বপাড়া) গ্রামের ছফির উদ্দিনের বাড়ির পাশের মজা পুকুর থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে দুপুরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
কামাল হোসাইন/এআরএ/এবিএস