মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই সবজি ব্যবসায়ী নিহত


প্রকাশিত: ০৪:৫১ এএম, ১৮ অক্টোবর ২০১৬

মুন্সিগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বাউশিয়া ইউনিয়নের পাখির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-কুমিল্লার হোমনা থানার মো. ইয়ামিন (৩০) ও মো. শামীম (২৬)।

স্থানীয় সূত্র জানান, পিকাপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দিলে পিকআপ ভ্যানে থাকা সবজি ব্যবসায়ী মো. ইয়ামিন ও মো. শামীম ঘটনাস্থলেই নিহত হয়।

গজারিয়া হাইওয়ে সার্জেন্ট মো. কামরুজ্জামান রাজ জানান, সকাল ৬টার দিকে ঢাকাগামী সবজিবোঝাই একটি পিকআপভ্যান অজ্ঞাত একটি গাড়িকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। তবে পিকআপ চালককে পাওয়া যায়নি।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।