১৫ দিনে শেষ হবে শিমুলিয়া-কাওড়াকান্দি রুটের ড্রেজিং কাজ
নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটের নাব্যতা সংকট মোকাবিলায় ১১টি ড্রেজার নিয়োজিত রয়েছে। আশা করছি আগামী ১৫ দিনের মধ্যে ড্রেজিং কাজ শেষ হবে।
মঙ্গলবার বেলা ১১ টায় জেলার লৌহজং উপজেলার শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটের পদ্মা নদীর ড্রেজিং কাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে কাওড়াকান্দি ঘাটটি কাঠালবাড়ীতে স্থানান্তর করা হবে। সে লক্ষ্যে দ্রুত গতিতে কাজ এগিয়ে চলছে। ঘাটটি সেখানে আসলে ফেরি পারাপারে সময় লাগবে মাত্র ৪০ মিনিট। এতে কারে সময় অনেক বেঁচে যাবে এবং যাত্রী দুর্ভোগ অনেকাংশে কমে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন-বিআইডাব্লিউটিএর চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক, সদস্য প্রকৌশল মো. মফিজুল হক, প্রধান প্রকৌশলী মহিদুল ইসলাম, উপ-পরিচালক মাওয়া জোন এসএম আজগর আলী।
এছাড়া ড্রেজিং বিভাগের নিবার্হী প্রকৌশলী সুলতান আহম্মেদ, লৌহজং উপজেলা নিবার্হী কর্মকর্তা খালেকুজ্জামান, বিআইডাব্লিউটিসির এজিএম খালিদ নেওয়াজ, মেদিনী মন্ডল ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন খান প্রমুখ।
মন্ত্রী ড্রেজিং কাজ পরিদর্শন শেষে ফেরিঘাট পরির্দশন করেন।
এসএস/পিআর