স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
পিরোজপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী বেলাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেয়া হয়।
মঙ্গলবার বিকেলে পিরোজপুর জেলা জজ গোলাম কিবরিয়া এই আদেশ দেন।
পিরোজপুর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আলাউদ্দিন খান জানান, মঠবাড়িয়ার ৯নং সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া গ্রামের মো. জামাল হোসেনের ছেলে বেল্লাল হোসেন প্রতিবেশি তোফাজ্জল হোসেন চৌকিদারের মেয়ে পুতুলকে(২২) বিবাহ করে সৌদি আরবে চাকরির জন্য যান। ছুটি নিয়ে তিনি বাড়ি এসে দেখেন তার স্ত্রী পুতুল তিন মাসের গর্ভবতী।
এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ২০১১ সালের ২৯ এপ্রিল ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে বেল্লাল তার স্ত্রীকে পিটিয়ে গুরুতর জখম করেন। পরে তাকে উদ্ধার করে মঠবাড়িয়া হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় মামলা করা হলে মামলার এক মাত্র আসামি বেল্লাল হেসেনের বিরুদ্ধে মঙ্গলবার আদালত যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন।
হাসান মামুন/এআরএ