নকলায় ভটভটি উল্টে শিশু নিহত


প্রকাশিত: ১২:২২ পিএম, ১৯ অক্টোবর ২০১৬

শেরপুরের নকলা-চন্দ্রকোনা সড়কে ভটভটি উল্টে এক শিশু নিহত হয়েছে। বুধবার বিকেলে নকলা উপজেলার কায়দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু আনন্দ মিয়া (১২) শেরপুর সদরের রৌহা গ্রামের নূরুল ইসলামের ছেলে। খবর পেয়ে থানা পুলিশ নিহত শিশুর মরদেহ উদ্ধার করে এবং উল্টে যাওয়া ভটভটিটি আটক করে থানায় নিয়ে যায়।

নকলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম হায়দার জানান, আনন্দ কয়েকদিন যাবত নকলার বন্দটেকি এলাকার নানার বাড়িতে অবস্থান করছিল। বুধবার বিকেল ৩টার দিকে নানা কাশেম মিয়ার সঙ্গে চিনিভর্তি একটি ভটভটিতে করে চন্দ্রকোনা বাজার থেকে নকলা শহরে যাচ্ছিলো সে।

কিন্ত পথে কায়দা এলাকায় ভটভটিটির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি রাস্তার পাশে উল্টে পড়ে। এতে আনন্দ ভটভটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাকিম বাবুল/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।