ভিজিডি কার্ডের জন্য ঘুষ চাওয়ায় যুবকের কারাদণ্ড


প্রকাশিত: ০১:৩৫ পিএম, ১৯ অক্টোবর ২০১৬

শেরপুরের ঝিনাইগাতীতে ভিজিডি কার্ড পাইয়ে দেয়ার জন্য হতদরিদ্র এক নারীর কাছে ঘুষ দাবি করায় আবুল কালাম (৩৫) নামে এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। দণ্ডপ্রাপ্ত আবুল কালাম নলকুড়া ইউনিয়নের বড় রাংটিয়া গ্রামের মুসা মিয়ার ছেলে।  

জানা গেছে, ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নের বড় রাংটিয়া গ্রামের হতদরিদ্র দিনমজুর আব্দুর রহিমের স্ত্রী মনোয়ারা বেগমকে ভিজিডি কার্ড পাইয়ে দেয়ার কথা বলে একই গ্রামের আবুল কালাম ১ হাজার টাকা ঘুষ দাবি করেন।

মঙ্গলবার দুপুরে ঘুষ চাওয়ায় ওই নারী নলকুড়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আইয়ূব আলী ফর্সার কাছে অভিযোগ করেন। পরে চেয়ারম্যান আবুল কালামকে ইউনিয়ন পরিষদে ডেকে আনেন এবং তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তুলে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম রেজা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আবুল কালামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

হাকিম বাবুল/এএম/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।