শেরপুরে অস্ত্র-গুলিসহ আটক ৩ যুবক রিমান্ডে


প্রকাশিত: ০২:৫৮ পিএম, ১৯ অক্টোবর ২০১৬

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তের গজনী এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ আটক তিন যুবকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার দুপুরে ঊর্ধ্বতন বিচারিক হাকিম মুমিনুন্নেছা খানম র্যাবের দায়ের করা অস্ত্র আইনের মামলায় ঝিনাইগাতী থানার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তাদের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, র্যাব-১৪ রোববার ঝিনাইগাতী সীমান্তের পাহাড়ি জনপদ বড়গজনী এলাকায় অভিযান চালিয়ে পিতর সাংমা (২৫), বিপ্লব সাংমা ওরফে বেল্ল (২৮) ও বেপিশ মারাক (২৬) নামে তিন গারো যুবককে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে ২টি বিদেশি ৯ এমএম পিস্তল এবং ১৫ রাউন্ড গুলি, ৪টি ম্যাগজিন, একটি বড় চাকু, ৪টি কমব্যাট প্রিন্টের বান্ডুলিয়ারসহ ৮টি মোবাইল উদ্ধার করা হয়। এ ঘটনায় সোমবার দুপুরে ওই তিন যুবক সহ সাতজনের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়। পরে জব্দ করা অস্ত্র ও গুলিসহ তাদের ঝিনাইগাতী থানা পুলিশে সোপর্দ করা হয়।

হাকিম বাবুল/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।