৪১ দিনেও সরানো হয়নি দুর্ঘটনা কবলিত বাস দুটি


প্রকাশিত: ১০:৪৭ এএম, ২০ অক্টোবর ২০১৬

সড়ক দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী দুটি বাস মাত্র ২০ গজের ব্যবধানে নাজিরপুর-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ওপর ৪১ দিন ধরে পড়ে থাকলেও টনক নড়ছে না কর্তৃপক্ষের।

বিষয়টি জেলার উচ্চপর্যায়ের এক মাসিক সভায় গুরুত্বের সঙ্গে স্থান পেলেও মঙ্গলবার পর্যন্ত গাড়ি দুটি সড়কের ওপর থেকে স্থানান্তর করতে দেখা যায়নি। ফলে যানবাহন চলাচলে তীব্র ঝুঁকি ও বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে গাড়ির চালক ও পথচারীদের। এ অবস্থায় আবারো ঘটে যেতে পারে বড় ধরনের কোনো দুর্ঘটনা।   

নাজিরপুর থানায় গত মাসের ১৫ তারিখ দুর্ঘটনার দিন এ সংক্রান্ত একটি মামলা (মামলা নং ০৮) রুজু করেন বাসের আহত যাত্রী শ্রীরামকাঠির মো. শামসুল হক হাওলাদার। মামলায় পুলিশ আল্লার দান (নং ০০০৯) নামক গাড়ির চালক মো. মিলন (২৫) ও সেবা গ্রীন লাইনের (নং ব-১১-৬০৩৭) চালক গোপীনাথপুর, গোপালগঞ্জের সেলিম সিকদারকে আটক করে আদালতে চালান দেয়া হয়।
 
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আ. রহিম খান জানান, ঢাকার পরিবহন সেবা গ্রীন লাইন ও লোকাল সার্ভিস আল্লার দান দুটো গাড়িই রং সাইড দিয়ে চলাচল করায় মুখোমুখি সংঘর্ষ হয়। থানা থেকে প্রায় এক কি.মি. দূরে কালিগঙ্গা নদীর সেতুর উত্তর প্রান্তে দোলা কাউন্টারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

থানার ওই কর্মকর্তা আরও জানান, আটক গাড়ি দুটোকে থানায় না এনে পুলিশ প্রহরায় সড়কের ওপর রাখায় তেমন কোনো অসুবিধা হচ্ছে না।

হাসান মামুন/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।