শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ আটক ১


প্রকাশিত: ০২:৪৭ পিএম, ২০ অক্টোবর ২০১৬
ফাইল ছবি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি মূল্যের ১৭ বস্তা (দুই মণ করে) চালসহ একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার শিকুলতলা পল্লীবিদ্যুৎ সেন্টার এলাকা থেকে চাল ও ট্রলি চালক জহুরুল ইসলামকে (৩২) আটক করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়ন থেকে একটি ট্রলি নালিতাবাড়ি শহরের দিকে আসছিল। এ সময় বাঘবেড় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মতিউর রহমান ও এলাকাবাসীর ট্রলিটির গতিরোধ করেন।

পরে উপজেলা নির্বাহী  কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমানসহ পুলিশ ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা (ওসিএলএসডি) ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় ট্রলিতে থাকা চালসহ চালক জহুরুল ইসলামকে আটক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, চালককে থানায় আটক রেখে জিজ্ঞাসাবাদ করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

হাকিম বাবুল/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।