পিরোজপুরের জেলে পল্লীতে অন্যরকম হাডুডু লড়াই
সারাদেশে ইলিশ ধরা বন্ধ থাকায় প্রথমবারের মতো দক্ষিণাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম পিরোজপুরের পড়েরহাট মৎস্যবন্দরের জেলে পল্লীর মৎজীবীদের মধ্যে এক অন্যরকম হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাদুরা মৎস্যবন্দর এলাকার শেখ হাসিনা একাডেমি স্কুল মাঠে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদফতরের উদ্যোগে স্থানীয় জেলেরা এতে অংশ নেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসেন।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শংকরপাশা ইউনিয়নের চেয়ারম্যান ও অনুষ্ঠানের সভাপতি মো. তোফাজ্জেল হোসেন মল্লিক, উপজেলা মৎস্য কর্মকর্তা তপন কুমার ব্যাপারী, কিসলু খলিফা ও শহিদুল ইসলাম প্রমুখ।
পরে সন্ধ্যায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সব ধরনের ইলিশ ধরা, মওজুদ ও বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।
হাসান মামুন/বিএ