পিরোজপুরের জেলে পল্লীতে অন্যরকম হাডুডু লড়াই


প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ২০ অক্টোবর ২০১৬

সারাদেশে ইলিশ ধরা বন্ধ থাকায় প্রথমবারের মতো দক্ষিণাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম পিরোজপুরের পড়েরহাট মৎস্যবন্দরের জেলে পল্লীর মৎজীবীদের মধ্যে এক অন্যরকম হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে।

hadudu-pirojpur
বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাদুরা মৎস্যবন্দর এলাকার শেখ হাসিনা একাডেমি স্কুল মাঠে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদফতরের উদ্যোগে স্থানীয় জেলেরা এতে অংশ নেন।

hadudu
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসেন।

hadudu
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শংকরপাশা ইউনিয়নের চেয়ারম্যান ও অনুষ্ঠানের সভাপতি মো. তোফাজ্জেল হোসেন মল্লিক, উপজেলা মৎস্য কর্মকর্তা তপন কুমার ব্যাপারী, কিসলু খলিফা ও শহিদুল ইসলাম প্রমুখ।

hadudu
পরে সন্ধ্যায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সব ধরনের ইলিশ ধরা, মওজুদ ও বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।

হাসান মামুন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।