দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত
পিরোজপুর-নাজিরপুর সড়কের পাঁচপাড়া বাজার সংলগ্ন টেক্সটাইল মিল এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এর দুই আরোহী নিহত হয়েছেন। এসময় আরো দুজন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার কলাখালী গ্রামের ইসমাইল ফকিরের ছেলে কাইউম ফকির ও শিকদার মল্লিক ইউনিয়নের খালবুনিয়া গ্রামের মোশারেফ খানের ছেলে সুমন খান। এছাড়া আহত হয়েছেন নাঈম খান (২০) ও সজীব খান মুন্না (২২)। গুরুতর আহতাবস্থায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. হাচনাইন পারভেজ জানান, সকালে পাঁচপাড়া বাজারের দিক থেকে পিরোজপুরগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরিত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এসময় দুজন নিহত ও দুজন আহত হন।
2 motorcyclists die in head-on collision
হাসান মামুন/এফএ/পিআর