মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতার ডিলারশিপ বাতিল
হতদরিদ্রদের ১০ টাকা কেজির চাল নিয়ে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা জাকির হোসেন পন্ডিতের ডিলারশিপ বাতিল করা হয়েছে। তিনি মঠবাড়িয়া সদর ইউনিয়নের ৫ ও ৬নং ওয়ার্ডের ডিলার ছিলেন।
চাল মাপে কম দেয়া ও কার্ডধারীদের নিকট থেকে অতিরিক্ত ১০ টাকা আদায়ের অভিযোগ পেয়ে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডা. রুস্তুম আলী ফরাজি পুলিশকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। পরে পুলিশ জাকির পন্ডিতের দোকানে তালা ঝুলিয়ে দেয়। এরপর শনিবার সন্ধ্যায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সঞ্জিত চাকমা তার ডিলারশিপ বাতিল করেন।
হাসান মামুন/এআরএ/আরআইপি