সড়কের গর্তে ট্রাক আটকে যানজট
শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের ভেদরগঞ্জ উপজেলার সাজনপুর সড়কের গর্তে ট্রাক আটকে যানজটের সৃষ্টি হয়েছে। রোববার ভোর থেকে গাড়ির দীর্ঘ লাইন দেখা গেছে।
বর্তমানে প্রায় ৩শ গাড়ি ওই লাইনে রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির এ লাইনও বেড়ে চলেছে।
ট্রাকের ড্রাইভার সুলতান মামুদ, সুজন বয়াতি ও মিজান সিকদার জানান, ভোর ৫টা থেকে ট্রাক নিয়ে বসে আছি। ঘাটে গিয়ে ১টার ফেরি ধরতে পারলাম না।
স্থানীয় দেলোয়ার সরদার, রোমান ও সুমন হোসেন বলেন, রাস্তা ভাঙার কারণে মাঝে মাঝে গাড়ি আটকে যায়। সৃষ্টি হয় যানজটের। যানজট কমাতে ট্রাকটি খাঁদ থেকে তুলতে চেষ্টা করছি।
ছগির হোসেন/এফএ/এমএস