রাঙামাটিতে অস্ত্র ব্যবসায়ী আটক
রাঙামাটিতে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক মো. ইব্রাহিম (৩০) কাপ্তাই উপজেলার চিহ্নিত সন্ত্রাসী।
রোববার বিকেল ৩টার দিকে শহরের রিজার্ভবাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশীদ।
তিনি জানান, ইব্রাহিম শহরের রিজার্ভাবাজারে ঘোরাঘুরির সময় তার গতিবিধি সন্দেহ হওয়ায় তাকে আটক করা হয়েছে। পরে সে একজন চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী বলে নিশ্চিত হওয়া গেছে। জিজ্ঞাসাবাদে ইব্রাহিম নিজেই অস্ত্র ব্যবসায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।
তিনি আরো জানান, ইব্রাহিমের বিরুদ্ধে কাপ্তাই থানায় দুইটি অস্ত্র মামলাসহ তিনটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় অস্ত্র আইনে আরেকটি মামলা হয়েছে। সোমবার তাকে আদালতে চালান দেয়া হবে।
সুশীল প্রসাদ চাকমা/এআরএ/এবিএস