শরীয়তপুরে ঠিকানাবিহীন সপ্তম শ্রেণির ছাত্রী উদ্ধার


প্রকাশিত: ০৩:৪৪ এএম, ২৪ অক্টোবর ২০১৬

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ভেদরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে রুমানা আক্তার (রুমা) নামে ঠিকানাবিহীন এক সপ্তম শ্রেণির ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। রোববার রাতে তাকে উদ্ধার করেন স্থানীয়রা।

পরে তারা রুমাকে ভেদরগঞ্জ থানায় পুলিশের হেফাজতে দেন। এ ব্যাপারে ভেদরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

চা দোকানদার মান্নান ছৈয়াল জানান, ভেদরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে আমার চায়ের দোকান। বিকেল থেকে স্কুলের সামনে স্কুল ড্রেস পরা একটি মেয়েকে ঘুরতে দেখি। রাত যখন সাড়ে ৮ টা বাজে তখনও মেয়েটিকে স্কুলের সামনে দেখি। আমি আমাদের দোকানদারদের নিয়ে মেয়েটিকে ভেদরগঞ্জ থানায় নিয়ে যায়।

ভেদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ভেদরগঞ্জ বাজারের দোকানদাররা স্কুল ড্রেস পড়া একটি মেয়েকে থানায় নিয়ে আসে। মেয়ের হাতে একটি খাতা ছিল। খাতায় তার নাম রুমানা আক্তার (রুমা) এবং বাবার নাম জসিম আকন লিখা ছিল। কিন্তু রুমা তার ঠিকানা বলতে পারছে না।

ধারণা করা হচ্ছে রুমা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। রুমাকে আমাদের হেফাজতে রেখেছি। কেউ যদি উপযুক্ত প্রমাণ দিয়ে নিতে আসে আমরা দিয়ে দেব।

ছগির হোসেন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।