কালীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত গুলিবিদ্ধ
ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজারে অস্ত্র ও গুলি উদ্ধারের সময় আন্তঃজেলা ডাকাত দলের প্রধান নাসির উদ্দীন (৪৬) গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের দাবি, এ অভিযানে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।
কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) ইমরান আলম জানান, সোমবার পুলিশ অভিযান চালিয়ে কালীগঞ্জ উপজেলার মিঠাপুকুর গ্রামের মৃত শামছুদ্দিনের ছেলে আন্তঃজেলা ডাকাত দলের প্রধান নাসির উদ্দীনকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় ৮টি ডাকাতি মামলা রয়েছে।
মঙ্গলবার ভোরে বারবাজার-তাহেরপুর রোডের সিরা জাংগাল মাঠের মধ্যে তাকে নিয়ে অস্ত্র উদ্ধার করতে গেলে নাসির উদ্দীনের সহযোগীরা পুলিশের উপর গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে ১২ রাউন্ড গুলি ছোড়ে। উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের সময় পায়ে গুলিবিদ্ধ হয় আন্তঃজেলা ডাকাত দলের প্রধান নাসির উদ্দীন।
এ সময় থানার কনস্টেবল সোহাগ ও আনসার সদস্য মনির হোসেন আহত হন বলেও জানান ইমরান আলম। পুলিশ ঘটনাস্থল থেকে একটি শাটার গান, এক রাউন্ড গুলি ও দুটি দা উদ্ধার করে।
আহমেদ নাসিম আনসারী/এসএস/এমএস