শরীয়তপুরে চার দোকান পুড়ে ছাই


প্রকাশিত: ০৬:২৪ এএম, ২৫ অক্টোবর ২০১৬

শরীয়তপুর-ঢাকা মহাসড়কের শরীয়তপুর পৌরসভার কোর্টের পশ্চিম পাশের গেট সংলগ্ন চারটি দোকান পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় সংঘটিত এ ঘটনায় প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।

পুড়ে যাওয়া দোকানগুলো হলো, বাহার ডিপার্টমেন্টাল স্টোর, ফয়েজ টেলিকম (ফয়েজ এন্টার প্রাইজ), জননী টেলিকম ও স্বাদ কনফেকসনারী ।

শরীয়তপুর ফায়ার সার্ভিস ও বাজারের ব্যবসায়ীরা জানান, বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত ঘটে। কেউ না থাকায় আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরে শরীয়তপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। ততক্ষণে ৪টি দোকান পুড়ে যায়।

ফয়েজ টেলিকম (ফয়েজ এন্টার প্রাইজে)র মালিক ফয়েজ আহাম্মেদ বলেন, তার দোকানের প্রায় ২০ লাখ টাকার মোবাইল, সিম কার্ড ও মোবাইলের সরঞ্জাম পুড়ে গেছে।

বাহার ডিপার্টমেন্টাল স্টোর , স্বাদ কনফেকসনারী ও জননী টেলিকমের মালিকরা জানান, তাদের প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শরীয়তপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আব্দুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুন লেগেছে।

ছগির হোসেন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।