শরীয়তপুর জেলা বিএনপির সম্মেলন পণ্ড


প্রকাশিত: ০৬:২৫ এএম, ২৬ অক্টোবর ২০১৬

শরীয়তপুরে জেলা বিএনপির একাংশের আন্দোলনের তোপে পড়ে সম্মেলন পণ্ড হয়েছে। এর পরিপ্রেক্ষিতে জেলা বিএনপির নেত্রীস্থানীয় নেতাদের কেন্দ্রীয় অফিসে ডাকা হয়েছে। আজ বুধবার এ ত্রিবার্ষিক সম্মেলন হওয়ার কথা ছিল।

দলীয় সূত্রে জানা যায়, ২০১৩ সালে শরীয়তপুর জেলা বিএনপি শফিকুর রহমান কিরনকে সভাপতি ও সরদার নাসির উদ্দিনকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি ঘোষণা করা হয়। কিন্তু অ্যাডভোকেট জামাল শরীফ হিরুর নেত্রীত্বাধীন অপর একটি অংশ এ কমিটিকে মেনে নিতে পারেনি বিধায় শরীয়তপুরে বিএনপি দুইটি অংশে বিভক্ত হয়ে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করছিল।

আজ সম্মেলনের তারিখ ঘোষণা করায় অ্যাডভোকেট জামাল শরীফ হিরুর নেত্রীত্বাধীন বিএনপির অপর অংশ ৭ দিন আগে থেকেই নিজ নিজ মিটিং সমাবেশ অব্যাহত রাখেন। তার ফলশ্রুতিতে কেন্দ্রীয় কমিটি সম্মেলন বন্ধ রাখার নির্দেশ দেন। এ বিষয়ে আজ জেলা বিএনপির উভয় পক্ষের নেতাদের নিয়ে কেন্দ্রীয়ভাবে বসার কথা রয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার নাসির উদ্দিন বলেন, কেন্দ্রের নির্দেশে আমি ঢাকায় যাচ্ছি। দেখি কেন্দ্রীয়ভাবে কী শিদ্ধান্ত নেয়া হয়।

ছগির হোসেন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।