বন্যহাতির জন্য পাতা ফাঁদে কৃষকের মৃত্যু


প্রকাশিত: ১১:২১ এএম, ২৭ অক্টোবর ২০১৬

শেরপুরের ঝিনাইগাতীর পানবর গ্রামে এবার বন্যহাতি তাড়ানোর জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুস সালাম (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে পানবর বাজারের পেছনের বনে এ ঘটনা ঘটে। গত দেড়মাসে ঝিনাইগাতীর সীমান্তবর্তী জনপদে বন্যহাতির আক্রমণে ৯ জন নিহত হয় এবং স্থানীয়দের পাতা বিদ্যুতের ফাঁদে ৪টি বন্যহাতিও মারা যায়। এবার হাতির তাড়ানোর বিদ্যুতের ফাঁদেই  একজনের মৃত্যুর ঘটনা ঘটলো।

কাংশা ইউপি চেয়ারম্যান মো. জহুরুল হক জানান, পানবর গ্রামের কৃষক আব্দুস সালাম সকাল ৮টার দিকে গরুর ঘাস কাটার জন্য পাহাড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় সেখানে হাতির উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য এলাকাবাসীর পাতা জিআই তারের বৈদ্যুতিক ফাঁদে তার হাত আটকে গেলে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে আসে।

হাকিম বাবুল/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।